কবিতা

Blog | Sep 02, 2021


সমর্পণ

-শামসুজ্জামান খান

অঞ্জলী 

চেয়ে দেখ খোলা জানালায়

বর্ষণের তালে নাচিছে বসুমতি

সিক্ত চরনও তাহার 

জলের চিকনও ধারায়,

চলো অঞ্জলী আজ ভেসে চলি 

যত দূর চোখ যায়

জলমগ্নতায় হয়ে যাই একাকার, 

আর, আর তোমার ঐ ভেজা চুলের 

চুঁইয়ে পড়া নোনা জলে;

আমি আমার আজন্ম তৃষ্ণা মিটাই। 

২১।০৭।২০২০

SHARE-