সংস্কৃতি

Blog | Sep 03, 2021


সংস্কৃতি হল জীবনের অভিজ্ঞতা, ধর্মীয়, জলবায়ু ও ভৌগলিক অবস্থান দ্বারা প্রভাবিত হয়ে এই সংস্কৃতি তৈরি হয়, ক্ষেত্র বিশেষে দীর্ঘমেয়াদী একক রাজনৈতিক প্রেপাগান্ডাও এক সময় তার অংশ হয়ে উঠতে পারে কিংবা সংস্কৃতির মূলকে পরিবর্তন করতে পারে। সংস্কৃতির যেহেতু ধরাবাধা কোন আইন নেই তাই এটা নিয়ত পরিবর্তনশীল মানুষের অভিজ্ঞতার পরিবর্তনের মধ্য দিয়ে। অখন্ড বাঙলায় হিন্দু প্রধান হলেও কালক্রমে সেখানে বৌদ্ধ ও মুসলিম ধর্ম বিশ্বাসী জনগোষ্ঠির বিকাশ ঘটে যা ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে রূপ নেয়, একটা সময় এই তিন ধর্মের প্রভাবে ব্রাহ্ম ধর্মেরও আবির্ভাব ঘটেছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম ধর্মেরই একনিষ্ঠ অনুসারি ছিলেন। মধ্যযুগে ধর্ম ভিত্তিক রাষ্ট্র যেমন স্থাপিত হয়েছে তেমনি আজকের সময়েও আমরা দেখতে পাই, শুধু মাত্র তলোয়ারের জায়গাটা নিয়ে নিয়েছে বন্দুকের গুলি। আজকের এদেশে বাঙালী সমাজেও ধর্ম ধীরে ধীরে কঠোর অবস্থানে যাচ্ছে কারন মানুষের অভিজ্ঞতার পরিবর্তন হচ্ছে। কোন একজন বলেছিলেন বিজ্ঞান যদি কোনদিন হেরে যায় তবে তা হারবে ধর্মের কাছে। কারন ধর্ম বিশ্বাস কঠোর ও অপরিবর্তনীয়, প্রতিনয়ত বিকাশ কিংবা পরিবর্তনকে স্বীকার করে না। অন্যদিকে বিজ্ঞান প্রমাণ সাপেক্ষ্য ও নিয়ত পরিবর্তনশীল, এমনকি সে নিজেই নিজেকে চ্যালেজ্ঞ জানায় এবং সামনের দিকে এগিয়ে চলে, শুধুমাত্র হোঁচট খায় ধর্মের কঠিন প্রাচীরে ধাক্কা খেয়ে। আমাদের সংস্কৃতি আমাদের বিশ্বাস দ্বারা নির্মিত হয়, আমরাই ঠিক করবো আমাদের ভবিষ্যত প্রজন্ম কোন আর কেমন সংস্কৃতিতে বেড়ে উঠবে।
SHARE-