What is Truth ?

Blog | Sep 02, 2021


সত্য কি ? পুরো সত্য কিংবা আধা সত্য বলে কি কিছু আছে ? ধার্মিকরা বলবেন সত্য একমাত্র স্রষ্টা। আচ্ছা বাকি সব কিছু কি তাহলে মিথ্যা ? আমি এই পৃথিবীর সব কিছু জানি না। তাহলে আমি কিভাবে স্বীকার করে নিব যে আমি না জানলেই তা মিথ্যা হয়ে যাবে ? তাহলে কি যে কোন বিষয়ের আমরা যতটুকু জানি এবং তা যদি প্রমানীত হয় তাই সত্য আর বাকিটুকু মিথ্যা ? পদার্থের বিক্রিয়া যেমন জানি, তেমনি জানি কোন ফসলের জন্য কি পরিমান জলের সেচ দেয়া দরকার তাই এতটুকু সত্য বলে মেনে নেই কারন বাস্তবেও তাই ঘটবে যা আমি জানি কিন্তু এই দুটো বিষয়ের আরও যে সব বিষয় আমরা জানি না সেগুলো কি তবে মিথ্যা হয়ে যাবে ? যদি মিথ্যা না হয় তাহলে তো তাই পুরো সত্য আর যতটুকু জানি তা আধা সত্য। সত্য কি তাহলে সাধারণ জ্ঞান না কি বিজ্ঞান ? সত্য বিশ্লেষণ করে জানতে হবে নাকি ধারনা করে জানতে হবে ? কথায় আছে শোনা কথায় বিশ্বাস নাই, তাহলেতো জগতের সকল সত্যকে বিশ্লেষন করেই জানতে হয়, সত্য মানেই প্রমানিত, অর্থাৎ একটি শুদ্ধ বিজ্ঞান,সত্য একটি জ্ঞান তবে সাধারন জ্ঞান নয়। মানুষকি তার জীবনে সত্যকে ধারন করতে পারে ? যদি না পারে তাহলে কি হবে ? উত্তরটা মনে হয় এমন হতে পারে যে, যা সত্য তা হল মানুষ সত্যকে ধারন করে না, বরং সত্যই মানুষকে ধারন করে, কারণ মানুষ আছে এটাই সবচেয়ে বড় সত্য, আর এই সত্যটা বাকি সব সত্যের মধ্যে দিয়ে বহমান এক স্রোতের মত, মানুষ তার মন বা চেতনা দিয়ে যতটুকু চিনতে বা বুঝতে পারে ততটুকুই সত্য বলে মেনে নেয়, শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসগুলো ছাড়া। তারমানে দাড়াল ধর্ম ছাড়া সত্য আপেক্ষিক, আর ধর্ম বিশ্বাস থেকে সত্য বলে মেনে নেয়াটা অনিবার্য সত্য, যা বিচার বিশ্লেষন করার কোন উপায় নাই। যদিও সত্যকে জানতে হলে বিচার বিশ্লেষন করাটাও অনিবার্য, কিন্তু একই সাথে যা আমি জানি না কিংবা এখনো প্রমানিত নয় তা মিথ্যা হয়ে যায় না, তাহলে বিষয়টা দাড়াল স্রষ্টা নেই এটা নিশ্চিত করে বলা যায় না। যতক্ষন পর্যন্ত প্রমানিত না হয় ততক্ষন নীরব থাকাটাই শ্রেয়।

SHARE-